ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

করিমগঞ্জের কিরাটন ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
করিমগঞ্জের কিরাটন ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কিরাটন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ ইবাদুর রহমান শামীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

রোববার (২২ ডিসেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইপ-১ অধিশাখা থেকে উপ-সচিব মো. ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিষয়টি জানানো হয়।  

প্রজ্ঞাপনে বলা হয়, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার কিরাটন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইবাদুর রহমান শামীমের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় দায়েরকৃত জিআর মামলা (নম্বর-১৯) আদালতে গৃহীত হয়েছে।

 
যেহেতু করিমগঞ্জ উপজেলার কিরাটন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইবাদুর রহমান শামীমের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে তাই জনস্বার্থে তার দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় বলে সরকার মনে করে।  

সেহেতু কিরাটন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইবাদুর রহমান শামীম কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী উল্লেখিত ইউপি চেয়ারম্যানকে তার স্বীয় পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

এ ব্যাপারে জানার জন্য চেয়ারম্যান মোহাম্মদ ইবাদুর রহমান শামীমের মোবাইল ফোনে কল করলেও তাকে পাওয়া যায়নি।  

জানা যায়, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদের গাড়ি ভাঙচুর ও তার সমর্থকদের মারধরের ঘটনায় এ মামলাটি দায়ের করা হয়।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘন্টা, ডিসেম্বর ২৪, ২০১৯ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।