ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢামেকে ভর্তি হয়েছেন ডাকসুর ঘটনায় আহত আরও ৩ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
ঢামেকে ভর্তি হয়েছেন ডাকসুর ঘটনায় আহত আরও ৩ জন

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার সমর্থকদের ওপর হামলার ঘটনায় আহত হওয়া আরও তিনজন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে মোট আটজন ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে ঢামেক হাসপাতালে ভর্তি হয় তারা।  

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. ফিরোজ আহমেদ বলেন, তিনজনকে নতুন করে ভর্তি করা হয়েছে।

তবে তাদের অবস্থা গুরুতর নয়।

আহত তিনজন হলেন- ঢাকা কলেজের মাস্টার্সের ছাত্র মেহেদী হাসান (২৪) ও গণিত বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র নাজমুল হোসেন (২১) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আরিফুল ইসলাম (২৩) । তাদের কেবিনে ভর্তি রাখা হয়েছে।

এর আগে ঘটনার দিন (২২ ডিসেম্বর) তারা ঢামেক হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি হয়েছিল।

আরও পড়ুন>>>ডাকসুতে মুক্তিযুদ্ধ মঞ্চের ভাঙচুর, ভিপি নুরকে মারধর

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।