ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনতেই সরকারের ডেল্টাপ্ল্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনতেই সরকারের ডেল্টাপ্ল্যান

পঞ্চগড়: রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন, নদী খননের মাধ্যমে প্রকৃতির স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সরকার ডেল্টাপ্ল্যান গ্রহণ করেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউপি চত্বরে করতোয়া নদীর খনন কাজের উদ্বোধন করতে এসে এসব কথা বলেন মন্ত্রী।

এই নদী খননের মূল উদ্দেশ্য তুলে ধরে মন্ত্রী আরো বলেন, পানি ধারণ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সেচ সুবিধা নিশ্চিত করা, পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি ও দীর্ঘায়িত করে মৎস্য চাষের উন্নয়ন করা, উভয় তীরে বনায়ন, ভূমির উন্নয়নসহ পরিবেশ ও আর্থসামাজিক উন্নয়ন সাধন করা হবে।

প্রাকৃতিক দুর্যোগে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারগুলো যাতে পুনরায় সাবলম্বী হয়ে উঠতে পারে সে জন্য নানাভাবে সহায়তা করে যাচ্ছে সরকার।  

এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাছান, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুর রহমান, পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।