ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে মৃদু ভূমিকম্প, খবর জানতে হলো ভারত থেকে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
পঞ্চগড়ে মৃদু ভূমিকম্প, খবর জানতে হলো ভারত থেকে প্রতীকী ছবি

পঞ্চগড়: দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ৮টা ৭ মিনিটে পঞ্চগড় জেলা শহর ও এর আশপাশের এলাকায় ভূকম্পন অনুভূত হয়। 

ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ২।

ভূপৃষ্ঠ থেকে ৩২ কিলোমিটার গভীরতায় ছিল কম্পনের উৎপত্তি।

মৃদু ভূমিকম্পের বিষয়টি সিকিম আঞ্চলিক আবহাওয়া দপ্তর সূত্রে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমাদের অফিসের ভূমিকম্প মাপার যন্ত্রটির চারটি ব্যাটারি নষ্ট থাকায় তথ্যটি জানানো সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।