ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহত প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোরশেদা আক্তার (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী। এসময় আহত হয়েছেন তার বন্ধুসহ আরও দু’জন। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, মঙ্গলবার দুপুরে নরসিংদীর কান্দাইল ইউনিয়নের ছোট বোনাইদ এলাকার শওকত আলীর মেয়ে ও স্থানীয় পাচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মোরশেদা আক্তার বাড়ি থেকে কলেজ যাওয়ার কথা বলে তার বন্ধু আনোয়ার হোসেনের সঙ্গে বেড়াতে যান।

এশিয়ান হাইওয়ে সড়কে কালাদী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোরশেদা। আর গুরুতর আহত হন আনোয়ার হোসেন ও সিএনজিচালক হাসান মিয়া। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।