ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মঙ্গল আর শান্তি প্রার্থনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বড়দিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
মঙ্গল আর শান্তি প্রার্থনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বড়দিন

ঢাকা: বিশ্বমানবের মঙ্গল এবং দেশ ও জাতির জন্য শান্তি প্রার্থনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের আচার-অনুষ্ঠান শুরু হয়েছে।

এদিন সকাল ৭টায় কাকরাইলের সেন্ট ম্যারি’স ক্যাথেড্রালের প্রথম প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এরপর সকাল ৯টায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় প্রার্থনা। এর নাম খ্রিস্টযজ্ঞ।  

গির্জায় প্রবেশের পরই চোখে পড়ে প্রতীকী এক গোয়ালঘর। খ্রিস্টমতে, ২ হাজার বছর আগে আজকের দিনে বেথলেহেমের এক গোয়ালঘরেই জন্ম নেন যিশু।  

বড়দিন উপলক্ষে সেন্ট ম্যারি’স ক্যাথেড্রালের ফাদার বিমল ফ্রান্সিস গোমেজ বাংলানিউজকে বলেন, আজকের দিনে যিশুখ্রিস্ট এ পৃথিবীতে এসেছিলেন শান্তির বার্তা নিয়ে। তার আবির্ভাব দিনে আমাদের প্রার্থনা থাকবে, বিশ্বের মানুষের মঙ্গল এবং দেশ ও জাতির শান্তি।  

মঙ্গল আর শান্তি প্রার্থনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বড়দিন।  ছবি- শাকিল আহমেদ

ফ্রান্সিস গোমেজ জানান, বড়দিন ঘিরে গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় সর্ব প্রথম প্রার্থনা অনুষ্ঠিত হয়। এরপর রাত ১১টায় অ্যাংলোদের জন্য ইংরেজিতে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। সেগুলো ছিল কেবলমাত্র খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য। বুধবার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টায় সবার জন্য চার্চের দরজা খুলে দেওয়া হবে।

বড়দিন ঘিরে কাকরাইল চার্চসহ বিভিন্ন গির্জায় আলোকসজ্জা করা হয়েছে। সাজানো হয়েছে ক্রিসমাস-ট্রি।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
ডিএন/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।