ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ মহিলা ইউপি সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ মহিলা ইউপি সদস্য আটক

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ কাকলী আক্তার (৩৫) নামে এক মহিলা ইউপি সদস্যকে আটক করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার রামরাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।  

আটক কাকলী আক্তার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের ৪, ৫, ৬ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য।

তিনি ওই ইউনিয়নের মনির হোসেনের স্ত্রী।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. শরীফুল ইসলাম বাংলানিউজকে জানান, কাকলী ইয়াবা নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে বিজয়নগর থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে আসছিলেন। এ সময় আমরা গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল এলাকায় অটোরিকশাসহ তাকে আটক করি। পরে তার দেহ তল্লাশি করে এক হাজার ৮৯৯ পিস ইয়াবা জব্দ করা করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।