ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাঙ্গুনীয়ার শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল রাঙামাটিতে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
রাঙ্গুনীয়ার শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল রাঙামাটিতে আটক

রাঙামাটি: রাঙামাটি শহরের পর্যটন এলাকা থেকে রাঙ্গুনীয়ার পরোয়ানাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল আহমেদকে (৫৫) আটক করেছে পুলিশ। তিনি রাঙ্গুনীয় থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে তাকে আটক করা হয়।  

সম্প্রতি সন্ত্রাসীর গুলিতে নিহত আইয়ুব বাহিনী প্রধান আইয়ুব হত্যা মামলায় ওয়াকিল আহমেদ আসামি বলে জানিয়েছেন রাঙামাটি কোতয়ালী থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারুখ।

এএসআই আরো জানান, রাঙ্গুনীয়া থানার অনুরোধে এসআই আল-আমিনের নেতৃত্বে পুলিশ পর্যটন এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল আহমেদকে আটক  করে।

রাঙামাটি কোতয়ালী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল হক রনি জানান, রাতেই তাকে রাঙ্গুনীয়া থানায় হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।