ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

‘এলাকার উন্নয়নে একযোগে কাজ করতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫১, ডিসেম্বর ২৬, ২০১৯
‘এলাকার উন্নয়নে একযোগে কাজ করতে হবে’

ঢাকা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর অঞ্চলের উন্নয়নে এ এলাকার সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বুধবার (২৫ ডিসম্বের) গাজীপুরের একটি রিসোর্টে ঢাকায় মেহেরপুর জেলা সমিতি আয়োজিত নির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতার সময় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, মেহেরপুর শিল্প-সাহিত্য-সংস্কৃতি অর্থনীতি ও কৃষিতে অত্যন্ত সমৃদ্ধ একটি অঞ্চল।

এই অঞ্চলের প্রতিষ্ঠিত ব্যক্তিদের মেহেরপুরের প্রতি দায়বদ্ধতা রয়েছে। তাই মেহেরপুরকে আরও সমৃদ্ধ করে গড়ে তুলতে এ অঞ্চলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।  

প্রতিমন্ত্রী আরো বলেন, আমাদের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে এ অঞ্চলের গুরুত্ব ও তাৎপর্য অনেক। মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে এই অঞ্চল ওতপ্রোতভাবে জড়িত। তাই এ অঞ্চলের সবাইকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকেও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে গড়ে তুলতে হবে।  

প্রতিমন্ত্রী আরও বলেন, মেহেরপুর অঞ্চলটি অত্যন্ত অগ্রসর। এখানে দারিদ্র্যের হার খুবই কম। সরকার এই অঞ্চলের অবকাঠামো উন্নয়নে অনেক কাজ করেছে। সড়ক যোগাযোগের উন্নয়নের পাশাপাশি রেল সংযোগের কাজও শুরু করতে যাচ্ছে। এরইমধ্যে রেল সংযোগের সমীক্ষার কাজ প্রায় শেষ। এই উন্নত অবকাঠামো কাজে লাগিয়ে এই অঞ্চলের ব্যাপক উন্নয়নের সুযোগ রয়েছে।

সমিতির ঢাকার সভাপতি এ এল এম জিয়াউল হকের সভাপতিত্বে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির চিফ এক্সিকিউটিভ অফিসার মুহাম্মদ আলকামা সিদ্দিকী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।  

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।