ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাচোলে খাদ্যগুদাম থেকে ৭ টন ধান জব্দ, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
নাচোলে খাদ্যগুদাম থেকে ৭ টন ধান জব্দ, আটক ২

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা খাদ্যগুদামে অবৈধভাবে ধান দেওয়ার অভিযোগে দুই ট্রলি ভর্তি সাত টন ধান জব্দসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- উপজেলার মাক্তাপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শহীদ স্মৃতি বকুলতলা ডিগ্রি কলেজের শরীরচর্চা শিক্ষক দেলোয়ার হোসেন ও নাচোল উপজেলা খাদ্যগুদামের নিরাপত্তা প্রহরী ইসারুল হক।  

সরকারি নিয়মানুযায়ী খাদ্যগুদামে সংগৃহীত ধানের আর্দ্রতা ১৪ থাকলেও জব্দকৃত ধানের তাপমাত্রা ছিল ১৬.৮।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ধান-চাল সংগ্রহ কমিটির সভাপতি নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা অভিযান চালান। এ সময় ধানসহ ওই দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।  

অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহাম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল গালিব, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর-রশিদ, উপজেলা তথ্যপ্রযুক্তি সহকারী প্রোগ্রামার সোহেল রানা।  

এ ব্যাপারে নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা জানান, সরকারি আদেশ অমান্য করে সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ উপায়ে খাদ্যগুদামে ধান ঢোকানোর অপরাধে আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দাপ্তরিক বিধি অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।  

এদিকে অভিযানকালে উপজেলা খাদ্য বিভাগের কোনো কর্মকর্তাকে উপস্থিত পাওয়া যায়নি। তবে অভিযানের শেষদিকে ওসি এল এসডি মনিরুজ্জামান হন্তদন্ত অবস্থায় উপস্থিত হয়ে ক্ষমা চেয়ে আটকদের ছেড়ে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে অনুরোধ জানান।  

বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।