ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে ধানক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
হবিগঞ্জে ধানক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ ডিসেম্বর) দিনগত রাত দেড়টার দিকে হবিগঞ্জ-রাজিউড়া সড়কের রাজিউড়া এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে তাকে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখেছে। মরদেহটি হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ শতভাগ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরো জানান, গত ২৩ ডিসেম্বর ঢাকা থেকে হবিগঞ্জ এনা বাস সার্ভিসের একটি টিকিট মৃত নারীর ভ্যানেটি ব্যাগে ছিল। এছাড়াও কিছু ইমিটেশনের গহনাসহ তার ব্যবহৃত মালামাল রয়েছে।

বাংলাদেশ সময়: ০২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।