ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ ২ জনের মৃত্যু

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ ২ জনের মৃত্যু .

রংপুর: রংপুরে প্রচণ্ড শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ দু'জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)  ভোরে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহত দু'জন হলো- আলম (৩৫) ও সাদিয়া (৪)।

সাদিয়ার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জের ও আলম একই জেলার সাদুল্ল্যাপুর উপজেলার বাসিন্দা।

রমেক হাসপাতালের বার্ন  ইউনিটের বিভাগীয় প্রধান এম এ হামিদ পলাশ  বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি জানান, সাদিয়া  অগ্নিদগ্ধ হয়ে গত ১৯ ডিসেম্বর ও আলম গত ২১ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।