ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এবার খালেদ ভূঁইয়ার সহযোগী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
এবার খালেদ ভূঁইয়ার সহযোগী গ্রেফতার

ঢাকা: ক্যাসিনো ব্যবসা পরিচালনার দায়ে গ্রেফতার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ উল্লাহ খান ওরফে মোহাম্মদ আলীকে (৪২) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তাকে গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার শারমিন জাহান।

তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর গুলশান থানায় দায়ের করা মানি লন্ডারিংয়ের এক মামলায় রাজধানীর কমলাপুর এলাকা থেকে মোহাম্মদ উল্লাহ খানকে গ্রেফতার করেছে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগ।

গ্রেফতার মোহাম্মদ উল্লাহ ক্যা‌সি‌নো ব্যবসায়ী খালেদ মাহমুদ ভূঁইয়ার ঘ‌নিষ্ঠ সহচর হি‌সে‌বে কাজ ক‌রে আস‌ছিলেন। খা‌লেদ মাহমুদ গ্রেফতার হওয়ার পর তিনি গা ঢাকা দিয়েছিলেন।

তিনি আরও বলেন, তিনি খ‌ালেদের মা‌লিকানাধীন ভূঁইয়া অ্যান্ড ভূঁইয়া ডে‌ভেলপার লিমিটেডের জিএম হি‌সে‌বে নি‌য়ো‌জিত ছিলেন। খা‌লে‌দের অবৈধ আ‌য়ের সা‌র্বিক হিসাব ও রক্ষণ‌া‌বেক্ষ‌ণের কাজ করতেন। টেন্ডারবা‌জিসহ বিভিন্ন অপরাধের মাধ্যমে আ‌য়ের উৎস, গন্তব্যের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন গ্রেফতার মোহাম্মদ উল্লাহ।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।