ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে ৪ রেস্টুরেন্টকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৬, ডিসেম্বর ২৬, ২০১৯
সুনামগঞ্জে ৪ রেস্টুরেন্টকে জরিমানা

সুনামগঞ্জ: ভেজালবিরোধী অভিযান চালিয়ে সুনামগঞ্জ শহরের চার রেস্টুরেন্টকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে অধিদপ্তর সুনামগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফয়েজ উল্লাহ এ অভিযান পরিচালনা করেন।

বাংলানিউজকে মো. ফয়েজ উল্লাহ জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও অপরিচ্ছন্নতাতার কারণে শহরের পুরাতন বাস স্টেশনে সিলেটের চেইন রেস্টুরেন্ট পানসীকে ১০ হাজার, ভাই ভাই রেস্টুরেন্টকে আট হাজার, শহরের কাজীর পয়েন্টে কুটুম বাড়ি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ভোক্তা ওবায়দুর রহমান কুবাদের অভিযোগের ভিত্তিতে কুটুম বাড়ি রেস্টুরেন্টকে আরও চার হাজার টাকা জরিমানা করা হয়। পরে ওই জরিমানার ২৫ শতাংশ ভোক্তা ওবায়দুরকে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।