ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে নির্মিত হচ্ছে সাইদুর লোকশিল্প জাদুঘর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
কিশোরগঞ্জে নির্মিত হচ্ছে সাইদুর লোকশিল্প জাদুঘর

কিশোরগঞ্জ: মুক্তিযুদ্ধ জাদুঘরের সাবেক স্মারক সংগ্রাহক ও বাংলা একাডেমির সাবেক লোক ঐতিহ্য সংগ্রাহক প্রয়াত মোহাম্মদ সাইদুরের নামে কিশোরগঞ্জে নির্মিত হচ্ছে লোকশিল্প জাদুঘর। 
 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার মুর্শেদ চৌধুরী ও পুলিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান খালেদ জাদুঘরের দেয়াল নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এ উপলক্ষে নির্মিয়মান জাদুঘর প্রাঙ্গণে মোহাম্মদ সাইদুর স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবুর রহমান হলুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান খালেদ, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দার, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আহমেদ উল্লাহ ও সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন, পৌর মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, সনাকের সভাপতি সাইফুল হক মোল্লা দুলু, মোহাম্মদ সাইদুরের ছেলে কামরুল ইসলাম প্রমুখ।

মোহাম্মদ সাইদুরের নিজ বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার বগাদিয়া গ্রামে ৯৮ শতাংশ জমির ওপর সরকারি অর্থায়নে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে লোকশিল্প জাদুঘর নির্মাণের কাজ বাস্তবায়ন করবে। জাদুঘরের নকশা প্রণয়ন করেছেন আগা খান পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি সাইফুল হক।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯ 
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।