ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে: ডেপুটি স্পিকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে: ডেপুটি স্পিকার

গাইবান্ধা: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষাকে সবার কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। সেজন্য শিক্ষা খাতকে সবসময় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলায় ঐতিহ্যবাহী বোনারপাড়া কাজী আজহার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফজলে রাব্বী মিয়া বলেন, এ সরকারের আমলে যতো স্কুল-কলেজ মাদরাসা সরকারিকরণ করা হয়েছে অতীতের কোনো সরকারের আমলে তা হয়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের কারণেই শিক্ষা প্রসারে এখন আমরা রোল মডেল। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

বিদ্যালয়ের সভাপতি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরমাণু বিজ্ঞানী ড. আব্দুল মান্নান, কৃষি সম্প্রসারণ বিভাগের সাবেক পরিচালক বজলুর রশিদ রাজা, শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক কৃষিবিদ শওকত আলী সরকার প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রউফকে মরণোত্তর সম্মাননা ও সাবেক তিনজন শিক্ষককে আজীবন সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।