ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালশীর বাউনিয়াবাঁধের বস্তির আগুন নিয়ন্ত্রণে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
কালশীর বাউনিয়াবাঁধের বস্তির আগুন নিয়ন্ত্রণে আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা, ছবি: বাংলানিউজ

ঢাকা:  রাজধানীর মিরপুরের কালশীর বাউনিয়া বাঁধের বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় প্রায় এক ঘণ্টা পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিনগত রাত ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে বৃহস্পতিবার দিনগত রাত ১২টা ৫০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা এরশাদ হোসেন।

তিনি জানান, রাত ১২টা ৫০মিনিটে মিরপুরের কালশীর বাউনিয়া বাঁধ এলাকার একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কীভাবে আগুন লেগেছে তার কারণ এখনো জানা যায়নি। তবে, এ ঘটনায় কোনো প্রাণহানির খবর জানা যায়নি। আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে আমাদের ১১টি ইউনিটের কর্মীদের চেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ছালেহ উদ্দিন সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ ১২টা ৫০মিনিটে আগুনের খবর পায়। পরে স্থানীয় মিরপুর ফায়ার স্টেশনকে ‍মুভ করাই। একটা এক মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুনের ভয়াবহতা দেখে তারা সাহয্য কামনা করেন। তাদের সাহায্যের পরিপ্র্রেক্ষিতে কুর্মিটোলা ফায়ার স্টেশনকে পাঠানো হয়। পরে দুই স্টেশন সমন্বয় রেখে আগুন নেভাতে কাজ শুরু করে। আরও অন্য স্টেশন থেকে সর্বমোট ১১টি ইউনিট ঘটনাস্থলে আসে। একটা ৫০মিনিটের দিকে আগুন সম্পন্ন আমাদের নিয়ন্ত্রণ আসে।

আগুনের সুত্রপাতের বিষয়ে তিনি আরও বলেন, তদন্ত করা ছাড়া এখনি আগুন লাগার কারণ বলা যাবে না।  

এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল রউফ নান্নু বলেন, এখানে মূলত ভাঙারির দোকান রয়েছে। এই ভাঙারির দোকানের পেছনে তারা বাসা করে থাকতেন।

বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
ইএস/এজেডএস/এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।