ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কর্মস্থলে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জাতীয় মঞ্চের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
কর্মস্থলে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জাতীয় মঞ্চের

ঢাকা: গার্মেন্টস শ্রমিকসহ সব শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সারাকা দিবসে’ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

শ্রমিক নেতা আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ গার্মেন্টস লেবার ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শামীমা আক্তার, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের লাভলী ইয়াসমিন, তাসলিমা বেগম, বাহারান সুলতান, গোলাম নাজির, আলমগীর রনি প্রমুখ।

 

সমাবেশে বক্তারা বলেন, ১৯৯০ সালের ২৭ ডিসেম্বর সারাকা গার্মেন্টসে আগুন লেগে মালিকসহ ২৭ জন নিহত হন। এ ঘটনায় ১ জানুয়ারি কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে আসে। সারাকার পরেও তাজরীন গার্মেন্টস, রানাপ্লাজাসহ আরও অনেক দুর্ঘটনায় হাজার হাজার শ্রমিক নিহত হয়েছেন। সারাকা গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ২৯ বছর পার হলেও কর্মস্থলে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত হয়নি এখনো।

তারা আরও বলেন, বিদেশি বায়ারদের চাপের কারণে কিছু গার্মেন্টস ফ্যাক্টরি শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা উন্নত হলেও অধিকাংশ কারখানায় এখনো কর্মস্থলে শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত হয়নি। ফ্যাক্টরিগুলোতে ফায়ার এক্সিট ডোর, আগুন নিয়ন্ত্রণের সরঞ্জামাদি ও দুর্ঘটনায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই।  

বক্তারা অবিলম্বে দেশের সব শিল্প কারখানা ও গার্মেন্টসে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি করেন সরকারের প্রতি।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
আরকেআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।