ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন মন্ত্রী মোজাম্মেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন মন্ত্রী মোজাম্মেল

টাঙ্গাইল: মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে যে তালিকা দেওয়া হয়েছিল সেগুলো না দেখেই প্রকাশ করা হয়েছে। এটিই আমার ভুল ছিল। এজন্য সবার কাছে ক্ষমাপ্রার্থী।

শুক্রবার (২৭ ডিসেম্বর) টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। পরে তিনি স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন।



মন্ত্রী বলেন, প্রতিটি উপজেলায় যদি মুক্তিযোদ্ধাদের কমিটি থাকতো তাহলে এ ভুল হতোনা। প্রকাশ করা তালিকায় ভুল থাকায় তা স্থগিত করা হয়েছে। অচিরেই নিজেদের করা সংশোধিত তালিকায় তা প্রকাশ করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী বিকমসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।