ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় নির্মাণাধীন ভবনের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
কুমিল্লায় নির্মাণাধীন ভবনের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু

কুমিল্লা: কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে রেজা নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন শ্রমিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে।

আহত আরো ৯ শ্রমিককে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উদ্ধার হওয়া সুবজ নামের এক শ্রমিক জানান, ধসেপড়া ভবনের নিচতলায় কয়েকজন শ্রমিক থাকতে পারেন।

ঘটনাস্থলে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ ও থানা পুলিশ সদস্যরা রয়েছেন। ফায়ার সার্ভিসের দুটি টিম উদ্ধার কাজ করছে। এছাড়া বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও উপস্থিত হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।