ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তথ্য, শিক্ষা, মৎস্য ও বিদ্যুতে নতুন সচিব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
তথ্য, শিক্ষা, মৎস্য ও বিদ্যুতে নতুন সচিব

ঢাকা: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহারকে তথ্যসচিব হিসেবে বদলি করেছে সরকার। একইসঙ্গে তিন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক আদেশে এ পদোন্নতি ও বদলির আদেশ জারি করে।

স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মাহবুব হোসেনকে পদোন্নতি দিয়ে সচিব হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পদায়ন করা হয়েছে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রওনক মাহমুদকে পদোন্নতি দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. সুলতান আহমেদকে পদোন্নতি দিয়ে বিদ্যুৎ বিভাগে পদায়ন করা হয়েছে।

চুক্তিতে নিয়োগ পাওয়া তথ্যসচিব আবদুল মালেকের মেয়াদ শেষ ৩০ ডিসেম্বর। আর ৩১ ডিসেম্বর মেয়াদ শেষ হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. রইছউল আলম মণ্ডলের।

বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব আহমদ কায়কাউসকে রোববার (২৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
এমআইএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।