ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রিক্রুটিং এজেন্সির মালিকসহ ২ জনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
রিক্রুটিং এজেন্সির মালিকসহ ২ জনের কারাদণ্ড

ঢাকা: লাইসেন্স ছাড়া কোম্পানির নামে অবৈধভাবে রোমানিয়াসহ পাঁচ দেশে ৫৫০জন কর্মী পাঠানোর বিজ্ঞাপন দেওয়ায় আখওয়ান ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের মালিক সিরাজুল আমিন রোমেলসহ দুইজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আখওয়ান ট্রেড ইন্টারন্যাশনাল মালিক সিরাজুল আমিন রোমেল রোমানিয়া, হাঙ্গেরি, চায়না, পোল্যান্ড ও চেক-রিপাবলিককে প্রায় ৫৫০ কর্মীর ভিসা আছে বলে বিভিন্ন মাধ্যমে প্রচার করে আসছেন।

দু’টি প্রতিষ্ঠানের নামে এই প্রচারণা চালিয়ে আসছেন। এর মধ্যে একটি আখওয়ান ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড। যার লাইসেন্স নম্বর-৭৯৭। অপরটি ইনফিনিটি এইচসিএম। যার কোনো লাইসেন্স নেই। শুধু তাই নয়, যেই ভিসার কথা বলে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেগুলো সংশ্লিষ্ট দূতাবাসের সত্যায়নও নেই।

এমন অভিযোগের ভিত্তিতে র‌্যাব ৩ এর সহায়তায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের টাস্কফোর্স গুলশানের জব্বার টাওয়ারে অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান চালায়। অভিযানে বিদেশ পাঠানোর প্রলোভন দেখানো, লাইসেন্স ছাড়া প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মী পাঠানোর বিজ্ঞপ্তি এবং অনুমতি ছাড়া বিজ্ঞপ্তি দেওয়াসহ নানা অনিয়মের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এসব কারণের মালিক রোমেল ও মার্কেটিং ম্যানেজার সাজ্জাদুর রহমানকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
জিসিজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।