ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলার ঈদমনি লালব্রিজ এলাকায় ট্রাকের ধাক্কায় আহম্মদ হোসাইন (২৮) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। 

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে চকরিয়া-বদরখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে। হোসাইন উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়িটিক্কা পাড়ার মনজুর আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে যাত্রী নিয়ে অটোরিকশাটি বদরখালী থেকে চকরিয়া যাচ্ছিল। পথে লালব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী হোসাইনের মৃত্যু হয়। এসময় আহত হন আরও দুই যাত্রী। তাদের নাম-পরিচয় জানা যায়নি।  

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
এসবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।