ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় আগুন পোহাতে গিয়ে অগ্নিদদ্ধ হয়ে মজিবুর রহমান নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানী ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বাড়ি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের গিলন্ড গ্রামে।

নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন বাংলানিউজকে বলেন, সকালে বৃদ্ধ মজিবর রহমানের স্ত্রী বাড়ির ওঠানে চুলায় রান্না করেছিলেন। তিনি পাশে বসে শীত নিবারণের জন্য চুলায় আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হন। স্বজনেরা তাকে মুমূর্ষু অবস্থায় ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।