ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈয়দ মোয়াজ্জেম আলীর মৃত্যুতে জয়শঙ্করের শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
সৈয়দ মোয়াজ্জেম আলীর মৃত্যুতে জয়শঙ্করের শোক

ঢাকা: ভারতে বাংলাদেশের সাবেক হাইকমিশনার ও সাবেক পররাষ্ট্র সচিব সৈয়দ মোয়াজ্জেম আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী ড. এস জয়শঙ্কর। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সোমবার ( ৩০ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রী ড. এস জয়শঙ্কর টুইটারে এক শোক বার্তায় বলেন, সৈয়দ মোয়াজ্জেম আলীর মৃত্যুতে আমি গভীর শোকাহত। তিনি আমাদের অনেকের খুব ভালো বন্ধু ও শক্তিশালী অংশীদার ছিলেন।

তার পরিবারের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।

সৈয়দ মোয়াজ্জেম আলী সোমবার দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন।

১৯৪৪ সালের ১৮ জুলাই তিনি সিলেটে জন্মগ্রহণ করেন। মোয়াজ্জেম আলী ১৯৬৮ সালে তৎকালীন পাকিস্তান পররাষ্ট্র সার্ভিসে যোগদান করেন। তিনি চাকুরিজীবনে ফ্রান্স, ভুটান ও ইরানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া পোল্যান্ড, সৌদি আরব, পাকিস্তান, পর্তুগাল, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ওয়শিংটন ডিসিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মিশনে তিনি দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ০৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
টিআর/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।