ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে বাম জোটের মিছিলে হামলা, আহত ১২ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
সিলেটে বাম জোটের মিছিলে হামলা, আহত ১২ 

সিলেট: সিলেটে বাম জোটের বিক্ষোভ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে বন্দরবাজার সিটি পয়েন্টে এ ঘটনা ঘটে।  

হামলায় আহতদের কয়েকজনের নাম পাওয়া গেছে।

তারা হলেন- বামজোট সিলেটের সমন্বয়ক আবু জাফর, বাসদ (মার্কসবাদী) রুবাইয়াত রুবা, ছাবিহা নওশিন, ছাত্র ইউনিয়নের শ্রাবণ সরকার ও অনিবার্ন। তারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।  

দলীয় সূত্র জানায়, ঢাকায় হামলার ঘটনায় সিলেটে বিক্ষোভ-সমাবেশের আয়োজন করে প্রগতিশীল বাম ঐক্য জোটের নেতা-কর্মীরা। এক পর্যায়ে হেলমেট পরা কয়েকজন যুবক তাদের ওপর অতর্কিত হামলা চালায়।  

বাম জোট সিলেটের সমন্বয়ক আবু জাফর বাংলানিউজকে জানান, যুবলীগ নেতা ফারুক আহমদের নেতৃত্বে হেলমেট পরা ও হাতে লাঠি বেশ কয়েকজন যুবক তাদের ওপর হামলা চালায়। এতে তাদের ১০/১২ জন কর্মী আহত হয়েছেন।  

এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া বাংলানিউজকে জানান, বাম দলগুলোর মিছিলে ধাওয়া করার বিষয়টি তিনি শুনেছেন। তবে এতে কেউ আহত হওয়ার বিষয়টি তার জানা নেই। পুলিশ ঘটনাস্থলে গিয়েও কাউকে পায়নি।

বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০
এনইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।