ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এতিম শিশুদের সঙ্গে নতুন বছরের কেক কাটলেন সাতক্ষীরার ডিসি  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
এতিম শিশুদের সঙ্গে নতুন বছরের কেক কাটলেন সাতক্ষীরার ডিসি  

সাতক্ষীরা: বছরের শেষ দিনে সাতক্ষীরা সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের সঙ্গে কেক কেটে ইংরেজি নতুন বছরকে বরণ করে নিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) এসএম মোস্তফা কামাল।  

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে জেলার সরকারি শিশু পরিবারে গিয়ে এ আনন্দ ভাগাভাগি করেন ডিসি।  

ডিসি এসএম মোস্তফা কামাল বলেন, সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে।

আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী উন্নত সমৃদ্ধ দেশ গঠনে কাউকেই পিছিয়ে রাখার সুযোগ নেই। আমরা আশা করি নতুন বছর সবার জন্য কল্যাণ বয়ে আনবে।  

এসময় ডিসির সঙ্গে সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেবাশীষ সরদার, সহকারী পরিচালক রোকনুজ্জামানসহ শিশু পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।