ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আব্দুল্লাহপুরে ১১৮৮ বোতল ফেনসিডিলসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
আব্দুল্লাহপুরে ১১৮৮ বোতল ফেনসিডিলসহ আটক ২

ঢাকা: রাজধানীর উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর মাছবাজার এলাকায় অভিযান চালিয়ে ১১৮৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক চোরাকারবারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

আটকরা হলেন- ইকবাল হোসেন (৩০) ও স্বপন মন্ডল (৩১)।

বুধবার (১ জানুয়ারি) সকালে আব্দুল্লাহপুর মাছ বাজার সংলগ্ন সিএনজি ফিলিং স্টেশনের সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১১৮৮ বোতল ফেনসিডিলসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনিট্রাক জব্দ করা হয়।

র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান বাংলানিউজকে জানান, কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে একটি মাদকের চালান আসছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলের চালানসহ দুইজনকে আটক করা হয়েছে।

আটকরা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ফেনসিডিল নিয়ে আসে। পরে ফেনসিডিলের চালানগুলো পণ্যবাহী গাড়ি বা ট্রাকে করে রাজধানীসহ সারাদেশে সরবরাহ করে আসছিল। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।