বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টায় দেশের মধ্যে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত ২২ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত গড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৫ ডিগ্রি, সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ২ ডিগ্রি।
শীতের প্রকোপ বাড়ায় দুর্ভোগে পড়েছেন জেলার খেটে খাওয়া মানুষেরা। কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। সরেজমিন দেখা যায়, নতুন বছরের প্রথম দিনে নতুন বই নিতে শীতের সকালেই গরম কাপড় পড়ে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে নতুন শিক্ষার্থী ও অভিভাবকরা। অনেকেই বিভিন্ন স্থানে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, বুধবার সকাল ৬টা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৪ ডিগ্রি। যা ৩ ঘণ্টা ব্যবধানে ২ পয়েন্ট কমে সকাল ৯টায় ৯ দশমিক ২ ডিগ্রি হয়। তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০
ওএইচ/