ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুর-কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২০
লক্ষ্মীপুর-কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

ঢাকা: লক্ষ্মীপুর ও কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন। বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্টদের পাঠানো খবর:-

লক্ষ্মীপুর: বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়কের লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ এলাকায় পিকআপ ভ্যান উল্টে খাদে পড়ে তিন নির্মাণশ্রমিক নিহত হন। আহত হন অন্তত ১০ জন।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাউছার বাংলানিউজকে মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

কক্সবাজার: বুধবার (১ জানুয়ারি) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর জোয়ারিয়ানালায় শ্যামলী বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন। আহত হন অন্তত আরও একজন। হতাহত চারজনই প্রাইভেটকারের যাত্রী।

নিহতরা হলেন- চট্টগ্রামের চন্দ্রিকা এলাকার গোলাম কিবরিয়ার ছেলে মাসুদ কিবরিয়া, পাহাড়তলীর মৃত মকবুল আহম্মদের ছেলে জামাল উদ্দিন ও আতুরার ডিপো এলাকার নুর আহম্মদের ছেলে জানে আলম।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়:  ১০৪৪ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।