ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাজিপুরে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু, মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০
কাজিপুরে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু, মামলা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে হবিবর খাঁ (৫৬) নামে আহত এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৮ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নিহতের স্ত্রী আলেয়া খাতুন বাদী হয়ে কাজিপুর থানায় মামলাটি দায়ের করেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হবিবর খাঁ উপজেলার ভানুডাঙ্গা গ্রামের বাসিন্দা।

মামলায় বাদীর উদ্বৃতি দিয়ে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম লুৎফর রহমান জানান, গত ২৩ ডিসেম্বর বাড়ির জমি নিয়ে ভানুডাঙ্গা গ্রামের বাসিন্দা হবিবর খাঁর সঙ্গে প্রতিবেশী সাত্তার খাঁ ও তার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় হবিবর খাঁসহ আট জন আহত হন। ওইদিনই গুরুতর আহত হবিবরকে  সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল (শজিমেক)হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান তিনি।  

ওসি আরও বলেন, নিহতের মরদেহ বগুড়া শজিমেকে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

এ ঘটনায় শুক্রবার দুপুরে নিহতের স্ত্রী আলেয়া খাতুন বাদী হয়ে আট জনের নাম উল্লেখ করে এবং আট থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করে কাজিপুর থানায় মামলা দায়ের করেন। আসামিদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮২২ ঘন্টা, জানুয়ারি ০৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।