ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সেরা ডিজিটাল বিভাগ সিলেট, ক্যাম্পাস শাবি’র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
সেরা ডিজিটাল বিভাগ সিলেট, ক্যাম্পাস শাবি’র সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

সিলেট: দেশসেরা ডিজিটাল বিভাগ হিসেবে সিলেট এবং সেরা ডিজিটাল ক্যাম্পাসের মর্যাদা পেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। বুধবার (৯ জানুয়ারি) ‘তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯’ সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই সম্মাননা স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন দেশের ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তথ্যপ্রযুক্তিতে অবদান রাখায় সম্মাননা দিয়েছে তথ্যপ্রযুক্তি বিভাগ। এর মধ্যে ডিজিটালে সেরা হয়েছে সিলেট বিভাগ এবং ক্যাম্পাস হিসেবে শাবিপ্রবি এই সম্মাননা লাভ করেছে।

এছাড়া শ্রেষ্ঠ মন্ত্রণালয় ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়, দপ্তর বা সংস্থা হিসেবে সমাজসেবা, বিভাগ ক্যাটাগরিতে সিলেট, জেলা ক্যাটাগরিতে খুলনা, উপজেলা ক্যাটাগরিতে কুমিল্লা সদর।

শ্রেষ্ঠ রপ্তানিকারক প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে সার্ভিস ইঞ্জিন, কর্মসংস্থান তৈরি ক্যাটাগরিতে ডিজিকন টেকনোলজি লিমিটেড, তরুণ উদ্যোক্তা ক্যাটাগরিতে সিগমা আইটি ইনস্টিটিউটের সিইও ইমতিয়াজ উদ্দিন চৌধুরী সম্মাননা পেয়েছেন।

শ্রেষ্ঠ আইসিটি নারী উদ্যোক্তা সম্মাননা পেয়েছেন সহজ ডটকমের ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদির, নারী ফ্রিল্যান্সার ক্যাটাগরিতে এমরাজিনা ইসলাম, পুরুষ ফ্রিল্যান্সার ক্যাটাগরিতে নাঈম হাসান, স্টার্টআপ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সম্মাননা পেয়েছে শপআপ।

আইসিটি হার্ডওয়্যার রপ্তানিকারক প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ সম্মাননা পেয়েছে ওয়ালটন ডিজিটেক এবং ডিজিটাল সিকিউরিটিতে ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার।  
এসব প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ব্যক্তিরা প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা গ্রহণ করেন। এর মধ্যে সিলেট বিভাগের পক্ষে বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান এ সম্মাননা গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এনইউ/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।