ঢাকা, মঙ্গলবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কেশবপুরে ইসমাত আরা সাদেকের জানাজা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
কেশবপুরে ইসমাত আরা সাদেকের জানাজা অনুষ্ঠিত যশোরে কেশবপুরে নিজ নির্বাচনী এলাকায় জানাজার জন্য নেওয়া ইসমাত আরা সাদেকের মরদেহ। ছবি: বাংলানিউজ

যশোর: যশোরের কেশবপুরে নিজ নির্বাচনী এলাকায় সংসদ সদস্য ইসমাত আরা সাদেকের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জোহরের নামাজের পর কেশবপুর পাবলিক ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেয়।

জানাজায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য্য, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম  মোজাম্মেল হক, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, যুবলীগ নেতা ফন্টু চাকলাদার, সাবেক ছাত্রলীগ নেতা নিয়ামত উল্লাহ, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, সহ সভাপতি এইচ এম আমীর হোসেন, উপজেলা চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা যুবলীগের আহ্বায়ক বিশ্বাস শহিদুজ্জামান সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপ সচিব মঞ্জুরুল হাফিজ, মাগুরার মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানূর রহমান, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) এনামুল হক, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু সাঈদসহ উপজেলার সব সরকারি কর্মকর্তা-কর্মচারী।

পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন, ইসমাত আরা সাদেকের আমেরিকা প্রবাসী ছেলে তানভীর সাদেক ও মেয়ে নওরীন সাদেক, মরহুম এএসএইচকে সাদেকের ভাই হাসান সাদেক, ভাতিজা আসফার নোমান সাদেক প্রমুখ।

আরও পড়ুন >> কেশবপুরে নেওয়া হচ্ছে ইসমাত আরা সাদেকের মরদেহ 

আরও পড়ুন >> সংসদে ইসমাত আরা সাদেকের জানাজা অনুষ্ঠিত

আরও পড়ুন >> এমপি ইসমাত আরা সাদেক আর নেই

এর আগে, সকালে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে ইসমাত আরা সাদেকের মরদেহ কেশবপুর কলেজ মাঠে পৌঁছায়। পরে পাবলিক ময়দানে মরদেহ নেওয়া হয়। সেখানে জানাজা শেষে হেলিকপ্টারে ইসমাত আরা সাদেকের মরদেহ তার জন্মভূমি বগুড়ায় পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
ইউজি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।