ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপু‌রে ইয়াবাসহ পু‌লি‌শ কন‌স্টেবল আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
গাজীপু‌রে ইয়াবাসহ পু‌লি‌শ কন‌স্টেবল আটক

গাজীপুর: গাজীপু‌রের কালীগ‌ঞ্জ উপ‌জেলার জামালপুর এলাকা থে‌কে ২৫ পিস ইয়াবাসহ মাহমুদুর হাসান সৈকত (২৪) নামে এক পু‌লি‌শ কন‌স্টেবলকে আটক করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়া‌রি) দিনগত রা‌তে পু‌লিশ তা‌কে আটক ক‌রে‌।

আটক মাহমুদুর উপ‌জেলার জামালপুর ইউ‌নিয়‌নের ছৈলাদী এলাকার মনিরুজ্জামান শেখ মনু ছে‌লে। তিনি নর‌সিংদী জেলা পু‌লি‌শে কন‌স্টেবল হি‌সে‌বে কর্মরত।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) এ‌কেএম মিজানুল হক জানান, উপ‌জেলার জামালপুর ইউ‌নিয়‌নের ছৈলাদী এলাকা থে‌কে মাহমুদুর হাসান সৈকতকে আটক করা হয়। এসময় তার কাছ থে‌কে ২৫ পিস ইয়াবা ট্যাব‌লেট উদ্ধার করা হ‌য়ে‌ছে। আটক মাহমুদুর হাসান সৈকত নর‌সিংদী জেলা পু‌লি‌শে কনস্টেবল হি‌সে‌বে কর্মরত। ত‌বে তি‌নি গত আট মাস ধ‌রে পু‌লিশ কন‌স্টেব‌লের দা‌য়িত্ব পালন কর‌ছেন না। তার গ্রা‌মের বা‌ড়ি‌তে থাক‌তেন।

এ ব্যাপা‌রে কালীগঞ্জ থানায় মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা,  জানুয়া‌রি ২৫, ২০২০
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।