ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়া: কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

শনিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের দবির মোল্লা গেট এলাকায় গরু বোঝাই নসিমনের ধাক্কায় ইউসুফ আলী শেখ (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা নসিমন চালককে আটক করেছে।

ইউসুফ কুমারখালী উপজেলার পশ্চিম লাহিনীপাড়া গ্রামের মৃত আদু শেখের ছেলে।  

অপরদিকে, দুপুর ১টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর তালবাড়িয়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় রাজিব মল্লিক (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি একই এলাকার রাহাত মল্লিকের ছেলে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম পৃথক দুইটি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।