ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করে আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, ঘটনার পর তাৎক্ষণিকভাবে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পরিদর্শক (অপারেশনস) ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং টেলিভিশন চ্যানেলের ক্যামেরাটি উদ্ধার করেন।
এ বিষয়ে বংশাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যেই ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। আসামিদের গ্রেফতার ও ঘটনার রহস্য উদঘাটনে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এআইজি সোহেল রানা।
এর আগে, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নয়াবাজারে পেশাগত দায়িত্বপালনকালে স্যাটেলাইট টেলিভিশন নিউজটোয়েন্টিফোরের রিপোর্টার ও ক্যামেরা পারসনের ওপর হামলা চালিয়েছে বন্ডের অবৈধ সুবিধা ভোগী ব্যবসায়ী ও সন্ত্রসীরা।
এতে আহত হয়েছেন- টেলিভিশনটির প্রতিবেদক ফখরুল ইসলাম (৩০) ও ক্যামেরা পারসন শেখ জালাল (২৮)।
আহত প্রতিবেদক ফখরুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমরা কাস্টমস বন্ড কমিশনের একটি অভিযানের নিউজ কাভারেজ করতে নয়াবাজারে যাই। সেখানে আমাদের ওপর বন্ডের অবৈধ সুবিধা ভোগী ব্যবসায়ী ও সন্ত্রসীরা হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করেন। তারা আমাদের গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করেন। এ সময় আমার ক্যামেরা পারসন শেখ জালালও গুরুতর আহত হন।
নিউজটোয়েন্টিফোরের প্রধান প্রতিবেদক ফারুক হোসেন বাংলানিউজকে বলেন, নয়াবাজারে বন্ডের অবৈধ সুবিধা ভোগী ব্যবসায়ীদের বিরুদ্ধে কাস্টমসের অভিযান চলছিল। নিউজটোয়েন্টিফোরের রিপোর্টার ও ক্যামেরা পারসন ওই অভিযানের নিউজ কাভারের জন্য ঘটনাস্থলে গিয়েছিলেন।
‘কিন্তু বন্ডের অবৈধ সুবিধা ভোগী ব্যবসায়ী ও সন্ত্রসীরা আমাদের রিপোর্টার ও ক্যামেরা পারসনের ওপর হামলা চালায়। পাশাপাশি গাড়ি ও ক্যামেরা ভাঙচুর করেছে, ছিনিয়ে নিয়ে গেছে ব্যাগ। ’
** নিউজ২৪-এর সাংবাদিকদের ওপর সন্ত্রসী হামলা
বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
পিএম/আরআইএস/