শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল বিশ্বাস বাংলানিউজকে জানান, এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহের দিকে যাচ্ছিলো। রাজেন্দ্রপুর এলাকায় ন্যাশনাল পার্কের সামনে পৌঁছালে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের দুই যাত্রী মারা যান। এ ঘটনায় আহত ১০ জনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় নিহত ও আহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এসআই পরিমল।
বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
আরএস/আরআইএস