রোববার (১৬ ফেব্রুয়ারি) রাসিক’র জনসংযোগ কর্মকতা মুস্তাফিজ মিশু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সব অটোরিকশা-চার্জার রিকশা চালক ইতোমধ্যে কার্ড সংগ্রহের ম্যাসেজ পেয়েছেন তাদের সংশ্লিষ্ট সব প্রকার কার্ড দ্রুত নগরভবন থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১ জানুয়ারি থেকে নির্দিষ্ট সময়ে অটোরিকশা চলাচল সংক্রান্ত সিটি কর্পোরেশন প্রণীত নীতিমালা বাস্তবায়িত হচ্ছে। সে অনুযায়ী প্রতি মাসের প্রথম ১৫ দিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেরুন রং ও দুপুর আড়াইটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পিত্তি রংয়ের অটোরিকশা চলাচল করবে।
একইভাবে মাসের পরবর্তী ১৫দিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পিত্তি রং ও দুপুর আড়াইটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মেরুন রংয়ের অটোরিকশা চলাচল করবে। তবে প্রতিদিন রাত সাড়ে ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ও শুক্রবারসহ অন্যান্য সরকারি ছুটির দিনে উভয় রংয়ের অটোরিকশা চলাচল করতে পারবে।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
এসএস/ এইচজে