ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফ্ল্যাট ‌থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
ফ্ল্যাট ‌থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি ফ্ল্যাট থেকে তোষকে মোড়ানো অজ্ঞাতপরিচয় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়া‌রি) রাতে মরদেহ‌ উদ্ধার করা হয়।  

বা‌ড়ির মালিক চান মিয়া জানান, প্রায় এক মাস আগে তার বা‌ড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট সামিরা ও আব্দুর মজিদ নামে এক দম্পতি ভাড়া নেন।

গত চার থেকে পাঁচ দিন ধরে তাদের ফ্ল্যাটের দরজা তালাবদ্ধ ছিল। ওই ফ্ল্যাটের ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ায় সন্দেহ হলে সোমবার বিকেলে মই দিয়ে ওই ফ্ল্যাটের বারান্দায় উঠে তোষকে মোড়ানো মরদেহ সদৃশ্য বস্তু দেখা যায়। পরে পু‌লিশে খবর দেওয়া হলে তারা ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তোষকে মোড়ানো ওই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে।

ক্রাইম সিন ইউনিটের পরিদর্শক আমিনুল রহমান খান বাংলানিউজকে জানান, তোষকে মোড়ানো যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের পুরো শরীর ঝলসানো এবং গলা কাটা ছিল। তার নাম-প‌রিচয় শনাক্ত করা যায়‌নি। গত আট থেকে ১০ দিন আগে তাকে হত্যা করা হয়েছে ব‌লে ধারণা করা হ‌চ্ছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানান এসআই আমিনুল।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।