ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ববি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, দু’দিন পরে হাসপাতালে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, মার্চ ৫, ২০২০
ববি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, দু’দিন পরে হাসপাতালে ভর্তি

বরিশাল: পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গণিত বিভাগের এক ছাত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে। ঘটনার দুদিন পর বুধবার (০৪ মার্চ) সকালে ওই ছাত্রীকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এর আগে রোববার (০১ মার্চ) বিকেল সোয়া ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের চতুর্থ ও পঞ্চম তলার মাঝামাঝি সিঁড়িতে এ হামলা চালায় বখাটেরা।  

আহত ছাত্রীর পরিবারের সদস্যরা জানান, ০১ মার্চ পরীক্ষা শেষে একাডেমিক ভবনের পাঁচতলা থেকে নিচে নামার সময় মুখোশধারী কয়েকজন বখাটে ওই ছাত্রীর পথরোধ করে।

পরবর্তীতে মুখে কাপড় গুঁজে দিয়ে জ্যামিতির কম্পাস দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত করে এবং রশি দিয়ে পেটায়।  

পরে বাসায় গিয়ে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে বুধবার সকালে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে গণিত বিভাগের চেয়ারম্যান হেনা রানী বিশ্বাস জানান, বিষয়টি আমাদের জানানো হয়নি। যোগাযোগ করা হলে ববি প্রক্টর সুব্রত কুমার দাস বলেন, এ ধরনের কোনো কোনো অভিযোগ পেলে অবশ্যই ঘটনা খতিয়ে দেখা হবে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে আমরা কোনো অভিযোগ পাইনি।  

এদিকে বখাটেরা পূর্ব পরিচিত কিনা এমন প্রশ্নের জবাবে ছাত্রীর পরিবারের সদস্যরা জানান, তারা বখাটেদের চেনেন না। তবে ২০১৮ সালে ১৫ অক্টোবর ওই ছাত্রীকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়। ওই সময় এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরিও করা হয়।  

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
এমএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।