ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজশাহীর সহকারী পরিচালক হাসান মারুফ জানান, দেশে করোনা ভাইরাস আক্রান্ত তিন ব্যক্তি শনাক্তের পর হঠাৎ রাজশাহীর বাজারে বিভিন্ন ধরনের মাস্কের দাম বাড়িয়ে দিয়েছে কতিপয় অসাধু ব্যবসায়ী। অনেক স্থানে মাস্ক পাওয়াই যাচ্ছে না।
এ সময় রাজশাহীর সাহেব বাজার আরডিএ মার্কেটে ১৫ টাকার মাস্ক ৭০ টাকায় বিক্রি করার অপরাধে হানিফ ও সাগর গার্মেন্টসের মালিককে তিন হাজার টাকা করে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অন্য ব্যবসায়িদের এ ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এখন থেকে তারা নিয়মিত মাঠে থাকবেন। অভিযানও চালাবেন। কেউ মাস্কের কৃত্রিম সংকট তৈরি বা দাম বাড়িয়ে নিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এসএস/আরবি/