ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মানবজমিনের প্রধান সম্পাদকের বিরুদ্ধে এমপি শেখরের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
মানবজমিনের প্রধান সম্পাদকের বিরুদ্ধে এমপি শেখরের মামলা

ঢাকা: নরসিংদী যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ওরফে পিউ নিয়ে সংবাদ প্রকাশের ঘটনায় মানহানির অভিযোগ তুলে মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগর থানায় সংসদ সদস্য (এমপি) সাইফুজ্জামান শেখর বাদী হয়ে এ মামলটি (নং-২০) করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুনশি বাংলানিউজকে এ তথ্য জানান।

 

তিনি জানান, পাপিয়াকে নিয়ে বাদীকে জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রকাশ করায় দৈনিক পত্রিকা মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। আসামিদের মধ্যে বেশ কয়েকজন ফেসবুকার ও ইউটিউবারও রয়েছেন।

পুলিশ সূত্র জানায়, পাপিয়ার সঙ্গে বেশ কয়েকজনকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট তালিকা প্রকাশ, প্রচার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব তথ্য ছড়ানোর অভিযোগে ৩২ জনকে আসামি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
পিএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।