আইন মন্ত্রণালয় মঙ্গলবার (১০ মার্চ) এক আদেশে তাকে কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ হিসাবে বদলি করে আদেশ জারি করে।
আর কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ মুনসী রবিউল আলমকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা ও দায়রা জজ) হিসাবে পদায়ন করা হয়েছে।
সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করেন তাদের বদলি করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।
গত ৩ মার্চ জামিনের শুনানির সময় জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান অত্যন্ত অশালীন ও রূঢ় ব্যবহার করেছিলে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
৪ মার্চ সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ ঘটনায় লোকজন রাস্তায় নামে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই বিচারককে স্ট্যান্ড রিলিজ এবং পরে আউয়ালকে স্ত্রীসহ জামিন দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
এমআইএইচ/এমএ