ভারত সরকারের এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, কূটনৈতিক, অফিসিয়াল, জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থা, চাকরি এবং প্রজেক্ট সংশ্লিষ্ট ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে। বিনা ভিসায় ভ্রমণ সুবিধা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বিবৃতিতে১১ মার্চের আগে দেওয়া সব ধরনের পর্যটন ভিসা ও ই-ভিসা স্থগিত করার কথা জানানো হয়েছে। ১৩ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ভারতীয় নাগরিকসহ সবাইকে জরুরি কারণ ছাড়া দেশটিতে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। বিশেষ ক্যাটাগরিতে কেউ গেলেও তাদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হতে পারে বলে ওই বিবৃতিতে জানানো হয়। এছাড়া ভারতে যাওয়া চীন, ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, স্পেন ও জার্মানি থেকে যাওয়া সবাইকে (ভারতীয়সহ) বাধ্যতামূলক ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হবে।
ভারতের এই ভিসা নিষেধাজ্ঞা নিয়ে অনেকের মধ্যেই নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাদের জন্য ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে দেওয়া প্রধান ১০ প্রশ্নের উত্তর তুলে ধরা হলো।
১. এ মুহূর্তে যে বিদেশিরা ভারতে অবস্থান করছেন, তারা নিযেদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে বৃদ্ধি করতে পারবেন কি না?
- হ্যাঁ, তাদের ই-এফআরআরও-এর (https://indianfrro.gov.in/frro/) মাধ্যমে নিকটস্থএফআরআরও/এফআরও-তে যোগাযোগ করতে হবে।
২. এ মুহূর্তে যে বিদেশিরা ভারতে অবস্থান করছেন,তারা দেশটির বাইরে গিয়ে আবার ফিরতে পারবেন কি না?
-হ্যাঁ, তারা ভারতের বাইরে গিয়ে আবারও ফিরতে পারবেন। কিন্তু, ১৫ এপ্রিল-এর আগে ভারতে প্রবেশের জন্য তাদের নতুন ভিসা প্রয়োজন হবে।
৩. যেসব বিদেশিরা এই নিষেধাজ্ঞাকালীন সময়েও ভারতে প্রবেশ করতে পারবেন তাদের কোন ধরনের ভিসায় সে অনুমতি দেওয়া হবে?
- কূটনৈতিক, অফিসিয়াল, জাতিসংঘ/আন্তর্জাতিক সংস্থার পাসপোর্টধারী ও কর্মসংস্থান বা প্রকল্প ভিসা রয়েছে এমন ব্যক্তিরা এ অনুমতি পাবেন।
৪. যাদের জন্য প্রবেশে বাধা শিথিলযোগ্য তাদের ওপর নির্ভরশীল পারিবারিক সদস্যরা কি প্রবেশের অনুমতি পাবেন?
- না।
৫. বিদেশি পাসপোর্টধারী শিশু, যাদের বাবা-মা ভারতীয়, তারা কি এই সময়ে প্রবেশের অনুমতি পাবেন?
- না। তাদের ভারতীয় মিশন/পোস্ট থেকে নতুন ভিসা নিতে হবে।
৬. নেপাল, ভুটান, মালদ্বীপের পাসপোর্টধারীরা কি প্রবেশের অনুমতি পাবেন?
- পাবেন। মালদ্বীপের নাগরিকদের ভিসা লাগবে।
৭. আরসি/আরপি/স্টে ভিসাধারী বিদেশি নাগরিকদের কি প্রবেশের অনুমতি দেওয়া হবে?
- শুধুমাত্র আরসি/আরপি/স্টে ভিসাধারী বিদেশি নাগরিক,যাদের কর্মসংস্থান বা প্রকল্প ভিসা রয়েছে তাদের অনুমতি দেওয়া হবে।
৮. কোভিড-১৯ নেগেটিভ, এমন শংসাপত্র কি বাধ্যতামূলক?
-যারা ইতালি বা কোরিয়া থেকে ভারতে প্রবেশ করতে চান, অথবা যারা এসব দেশ ভ্রমণ করেছেন শুধু তাদের জন্য বাধ্যতামূলক।
৯. ইতালি বা কোরিয়াতে কোভিড-১৯ নেগেটিভ শংসাপত্র কাদের কাছ থেকে সংগ্রহ করতে হবে?
- ইতালি ও কোরিয়া সরকার কর্তৃক স্বীকৃত হাসপাতাল/ল্যাব।
১০. বিদেশিরা কি এই সময়ে ভারতে সরাসরি ট্রানজিট পেতে পারেন?
-হ্যাঁ, যদিও স্বাস্থ্যপরীক্ষা বাধ্যতামূলক।
বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
এইচজে