ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে তালাবদ্ধ দোকানে মিলল আইসক্রিম বিক্রেতার মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
সিলেটে তালাবদ্ধ দোকানে মিলল আইসক্রিম বিক্রেতার মরদেহ

সিলেট: সিলেট জেলার কানাইঘাটে আব্দুর রহমান ওরফে লাল মিয়া (৪৮) নামে এক আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের আল-রিয়াদ পয়েন্ট সংলগ্ন একটি দোকানের তালা ভেঙে ভেতর থেকে মরদেহ উদ্ধার করে কানাইঘাট থানা পুলিশ।

নিহত লাল মিয়া উপজেলার ৫ নং বড়চতুল ইউনিয়নের লখাইর গ্রামের বাসিন্দা বলে জানান স্থানীয়রা।

স্থানীয়রা জানান, লাল মিয়া কানাইঘাটে  ফেরি করে আইসক্রিম বিক্রি করতেন এবং পৌর শহরে একটি দোকান ঘর ভাড়া করে সেখানে থাকতেন। গত তিনদিন ধরে স্বজনরা তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে ভাড়া বাসায় এসে বাইরে দিয়ে দোকানটি তালাবদ্ধ দেখতে পান। পরিবারের লোকজন ঘটনাটি থানা পুলিশকে অবহিত করেন। পরে তালা ভেঙে ঘরের মেঝেতে লাল মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কানাইঘাট থানার ওসি (তদন্ত) মো. আবু সাইদ বাংলানিউজকে বলেন, আব্দুর রহমান ওরফে লাল মিয়া আইসক্রিম বিক্রি করে দুইদিন আগে বাসায় আসেন। স্বজনরা তার মোবাইল বন্ধ পেয়ে খোঁজ নিতে আসেন। দোকান ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। পরে তালা ভেঙে মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা টাকা পয়সা নিতে তাকে মাথায় আঘাত করে হত্যার পর বাইরে থেকে দরজা তালাবদ্ধ করে যায়, ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ২০২৪
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।