ঢাকা: মুজিব জন্মশতবর্ষের সূচনায় বাংলাদেশের জনগণকে বাংলা ভাষায় অভিনন্দন জানিয়ে রীতিমত চমকে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে প্রচারিত এক ভিডিওবার্তায় এ অভিনন্দন জানান নরেন্দ্র মোদী।
বঙ্গবন্ধুর প্রশংসা করে মোদী বলেন, বঙ্গবন্ধু আমাদের সবার জন্য প্রেরণা, উনি সাহসের প্রতীক, শান্তির প্রতীক।
ন্যায়বিচারের মন্দির, জুলুমের বিরুদ্ধে এক বর্ম। তার ব্যক্তিত্ব লাখ লাখ মানুষকে উজ্জীবিত করেছে।
মুজিব জন্মশতবর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সফরের কথা থাকলেও করোনা ভাইরাসের হুমকির মুখে এ সফর বাতিল হওয়ায় দুঃখ প্রকাশ করেন মোদী।
বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
এইচজে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।