শুক্রবার (২০ মার্চ) কৃষ্ণা রুপা মজুমদার সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্ত পালিয়ে যান বলেও জানান তিনি।
ছুরিকাঘাতের ঘটনা কোথায় এবং কখন হয়েছে এখনো এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি কৃষ্ণা রুপা মজুমদার। তবে তিনি দাবি করেন, এই হামলাটি পূর্ব পরিকল্পিত ছিল।
গত বছরের মার্চে কৃষ্ণা মজুমদার রুপার স্বামী এবং বিএসএমএমইউ’র ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাজন কর্মকার মারা যান। রাত ১২টা পর্যন্ত একটি হাসপাতালে রোগীর অস্ত্রোপচার করে ইন্দিরা রোডের বাসায় যান রাজন। এরপর ভোর ৪টার দিকে রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডের বাসা থেকে রাজনকে তার পরিবারের লোকজন স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভিসেরা পরীক্ষার প্রতিবেদনে বলা হয়, তার মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। তবে রাজনের পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩১৯ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
জেআইএম