তিনি বলেছেন, করোনা ভাইরাসের উদ্ধুত পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা ও সুরক্ষার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ২টায় রেলভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী এ কথা জানান।
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে কমলাপুর থেকে দেশের কোনো গন্তব্যে ট্রেন ছেড়ে যাবে না। তেমনি ঢাকায়ও কোনো ট্রেন আসবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
আরও পড়ুন>>মাঠে সেনা-নৌ-বিমানবাহিনী
তিনি বলেন, যেসব ট্রেন বিভিন্ন স্টেশন থেকে ঢাকায় এসেছে, সেই ট্রেন মূল স্টেশনে আবার ফিরে যাওয়ার পর এ সিদ্ধান্ত কার্যকর হবে। এছাড়া অনেক ট্রেন পথিমধ্যে চলমান অবস্থায় আছে। ট্রেনগুলো ঢাকায় এসে আবার তাদের নির্ধারিত ছাড়ার প্রান্তে চলে যাবে। তবে সন্ধ্যার পর থেকে শিডিউল অনুযাযী কোনো ট্রেন চলবে না।
তবে তেল ও খাদ্যসহ জরুরি পণ্য পরিবহনের জন্য সীমিত আকারে ট্রেন চলবে বলেও জানান মন্ত্রী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক শাসসুজ্জামান ও অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়া জাহান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
টিএম/এমএ