ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় আইসোলেশনে থাকা সেই শিশুর নমুনা সংগ্রহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
কুষ্টিয়ায় আইসোলেশনে থাকা সেই শিশুর নমুনা সংগ্রহ

কুষ্টিয়া: কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন করোনা ভাইরাসের সংক্রমণ সন্দেহে আইসোলেশনে থাকা ৭ মাসের সেই শিশুর নমুনা সংগ্রহ করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নমুনা সংগ্রহকারীরা। 

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে এ নমুনা সংগ্রহ করা হয়।  

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. তাপস কুমার সরকার বাংলানিউজকে জানান, আইসোলেশনে থাকা একটি শিশুর নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরকে জানানো হয়।

পরে শুক্রবার আইইডিসিআরের দুই নমুনা সংগ্রহকারী এসে নমুনা সংগ্রহ করেন। শিশুটি জ্বর, ঠাণ্ডা, কাশিতে আক্রান্ত। তার বাবা তহিদুল গত ৯ মার্চ সিঙ্গাপুর থেকে দেশে ফিরেন। তাই শিশুটি করোনা পজেটিভ কিনা তা পরীক্ষা করা হচ্ছে।  

>>>কুষ্টিয়ায় শিশু আইসোলেশনে

এর আগে ২৩ মার্চ শিশু পুত্র মহম্মদকে হাসপাতালে ভর্তির সময় পরিবারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করে হাসপাতাল কর্তৃপক্ষ।

যদিও শিশুটির বাবা ৯ মার্চ সিঙ্গাপুর থেকে বাড়ি ফিরে যথাযথ নিয়মে কোয়ারেন্টিন শেষ করেছেন এবং সুস্থ আছেন বলে জানিয়েছেন কুষ্টিয়া সিভিল সার্জন ডা: আনোয়ারুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
এমআরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।