ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

করোনা: নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে দোকানের সামনে চিহ্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
করোনা: নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে দোকানের সামনে চিহ্ন

ভোলা: করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি এড়াতে জনসমাগম ও নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দাঁড়ানোর জন্য ভোলায় জরুরি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রং দিয়ে চারকোনা দাগ এঁকে দেওয়া হচ্ছে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে ভোলা জেলা প্রশাসন ও ইয়ুথ নেটওয়ার্ক এ কার্যক্রম শুরু করে।  

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম ও জিমরান মো. জাহেদ এবং ইয়ুথ নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জান্নাতুল আরোহী, সদস্য মো. সাদ্দাম, মাহে আলম প্রমুখ।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, কোভিড-১৯ সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় জেলা প্রসাসনের নির্দেশে জরুরি প্রয়োজনের ওষুধ ফার্মেসি, মুদি ও ফলসহ অর্ধশতাধিক দোকানের সামনে ক্রেতাদের সামাজিক দূরত্ব রেখে দাঁড়ানোর জন্য রং দিয়ে চারকোনা দাগ এঁকে দেওয়া হচ্ছে। ফলে প্রয়োজনীয় দ্রব্য কিনতে আসা ক্রেতারা এঁকে দেওয়া দাগের মধ্যে থেকে দোকানির কাছ থেকে পণ্য কিনছেন। এতে করে সামাজিক দূরত্ব বজায় থাকায় ক্রেতা ও বিক্রেতারা সুরক্ষাবোধ করছেন। জনসচেতনতা সৃষ্টির জন্য এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে মাস্ক না পরার কারণে ভোলা শহরে ১৩ জনকে জরিমানা করে আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।